Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সেবা প্রদান প্রতিশ্রুতি ( সিটিজেনস চার্টার )

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মচারি

(নাম,পদবি,ফোন এবং ই-মেইল নং 

১.

এককালীন শিক্ষা সহায়ক বৃত্তি

ড্রাইভিং প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ।

বাজেটে বরাদ্দ থাকা সাপেক্ষে নির্দ্রিষ্ট সময়ে প্রতিবছর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নির্ধারিত ফরমে নিজ স্বাক্ষরে আবেদন দাখিল করবেন। মেধার ভিত্তিতে বৃত্তির জন্য নির্ধারণ করা হয়।

নিম্নমান সহকারী/সাঁটলিপিকারের অফিস কক্ষ

বিনামূল্যে

৩ মাস

মো: জালাল উদ্দিন

নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর

০১৭১৭-৭৬২৫৯২

মৌসুমী আক্তার

সাঁটলিপিকার

০১৯২৩-৭৬৩৭৫৫

২.

যোগাযোগ অবকাঠামো, শিক্ষা, ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক, জনস্বাস্থ্য ইত্যাদি বিষয়ে উন্নয়নমূলক প্রকল্প গ্রহন।

সংশ্লিষ্ট জাতীয় সংসদ সদস্য,চেয়ারম্যান, সরকারী বিশিস্ট ব্যাক্তিবর্গ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তি কর্তৃক সুপারিশের ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হয়। ই-টেন্ডার প্রক্রিয়া এবং ক্ষেত্রে বিশেষে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হয়।

নিম্নমান/উচ্চমান সহকারীর অফিস কক্ষ

বিনামূল্যে

বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে

 ১ মাস

বেদানা খাতুন

উচ্চমান সহকারী

০১৯২৩-৮৩৭০৩১

মো: জালাল উদ্দিন

নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর

০১৭১৭-৭৬২৫৯২

৩.

জেলা পরিষদের মালিকানাধীন  খেয়াঘাট ইজারা

পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হলে টেন্ডার প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে হবে।

প্রধান সহকারীর অফিস কক্ষ

টেন্ডারের মাধ্যমে সবোর্চ্চ দর প্রদান সাপেক্ষে

প্রতি বছর ১ জুলাই এর পূর্বে

২ মাস

মো: ইসরাইল হোসেন

প্রধান সহকারী

০১৭১৯-৯১৭৯০৫

৪.

ভ্রমনে ডাকবাংলোতে সাময়িক আবাসন সুবিধা

ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আবেদনের প্রেক্ষিতে সিট খালি থাকা সাপেক্ষে নির্ধারিত ভাড়া প্রদান পূর্বক বরাদ্দ প্রদান করা হয়।

প্রধান সহকারীর অফিস কক্ষ

সরকার কর্তৃক নির্ধারিত রেটে

সিট খালি থাকা সাপেক্ষে

মো: ইসরাইল হোসেন

প্রধান সহকারী

০১৭১৯-৯১৭৯০৫

সংশ্লিষ্ট ডাকবাংলোর দারোয়ান-কাম-কেয়ারটেকার

৫.

জেলা পরিষদের মিলনায়তন/অডিটরিয়াম ভাড়ায় ব্যবহারের সুযোগ

ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ভাবে লিখিত বা টেলিফোনে যোগাযোগ এর মাধ্যমে নির্ধারিত ভাড়া প্রদান পূর্বক বরাদ্দ প্রদান করা হয় ।

প্রধান সহকারীর অফিস কক্ষ

সভা কক্ষ-২০০০/-

অডিটোরিয়াম-৩০০০/-

৭ দিন

মো: ইসরাইল হোসেন

প্রধান সহকারী

০১৭১৯-৯১৭৯০৫

সংশ্লিষ্ট অডিটোরিয়ামের দারোয়ান-কাম-কেয়ারটেকার

৬.

জেলা পরিষদের জমি লীজ প্রদান ও দোকানঘর ব্যবস্থাপনা সংক্রান্ত

পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদন পুর্বক জেলা পরিষদের সভায় অনুমোদন সাপেক্ষে নির্ধারিত ইজারা ফি প্রদান পূর্বক একসনা লীজ প্রদান করা হয়।

প্রধান সহকারী/নিম্নমান সহকারীর অফিস কক্ষ

নির্ধারিত ভাড়া

১ মাস

মো: ইসরাইল হোসেন

প্রধান সহকারী

০১৭১৯-৯১৭৯০৫

মো: জালাল উদ্দিন

নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর

০১৭১৭-৭৬২৫৯২

৭.

ঠিকাদারী লাইসেন্স প্রদান ও নবায়ন

পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর  নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্ত করতে হবে। নির্ধারিত ফি জমাদান পূবক ফি বছর লাইসেন্স নবায়ন করা যায়।

উচ্চমান সহকারীর অফিস কক্ষ

সরকার কর্তৃক নির্ধারিত রেটে

১ মাস

মোছা: আনিছা খানম

সহকারী প্রকৌশলী

০১৯১৯৪৭৯৬৯০

বেদানা খাতুন

উচ্চমান সহকারী

০১৯২৩-৮৩৭০৩১

৮.

ঠিকাদারী বিল পরিশোধ

প্রাক্কলন মোতাবেক প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন করে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকল্প পরিদর্শন সম্পন্ন করে বিল প্রাপ্তির জন্য দরখাস্ত করতে হবে।

উচ্চমান সহকারী/হিসাব রক্ষকের অফিস কক্ষ

বিনামূল্যে

কাজ সমাপ্তির পর ১ মাস

উচ্চমান সহকারী/হিসাব রক্ষক/উপ-সহকারী প্রকৌশলী/সহকারী প্রকৌশলী/

০১৭২০-৩০২৫২৫

০১৯১৯-৪৭৯৬৯০

৯.

পারফরমেন্স সিকিউরিটি ও জামানত ফেরত প্রদান

কাজ সমাপ্তি ও চুড়ান্ত বিল গ্রহণের নির্ধারিত সময়ের পরে দরখাস্ত করতে হবে।

উচ্চমান সহকারী/হিসাব রক্ষকের অফিস কক্ষ

বিনামূল্যে

কাজ সমাপ্তির

১ বছর পর

উচ্চমান সহকারী/হিসাব রক্ষক/উপ-সহকারী প্রকৌশলী/সহকারী প্রকৌশলী/

০১৭২০-৩০২৫২৫

০১৯১৯-৪৭৯৬৯০

১০.

ক্রীড়া/সংস্কৃতি/জাতীয় কর্মসূচী/ ধর্মীয়/সামাজিক কল্যাণমূলক

খাতে সহায়তা করণ

প্রশাসক/প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর দরখাস্ত করতে হবে (পেশাদার টাউট/বারবার এ সুবিধা গ্রহণকারীদের আবেদন অগ্রাহ্য হবে)। বাজেটে বরাদ্দ সাপেক্ষে এবং জেলা পরিষদের মাসিক সভায় অনুমোদন সাপেক্ষে।

হিসাবরক্ষক/নিম্নমান সহকারীর অফিস কক্ষ

বিনামূল্যে

বাজেট অনুযায়ী

মাসিক সভার পর ১৫ দিন

মো: আসলাম উদ্দিন

হিসাব রক্ষক

০১৭২০-৩০২৫২৫

মো: জালাল উদ্দিন

নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর

০১৭১৭-৭৬২৫৯২

১১.

বিবিধ

সরাসরি সাক্ষাৎ, পত্র বা টেলিফোনে যোগাযোগ

গোপনীয় সহকারীর অফিস কক্ষ

বিনামূল্যে

দৈনন্দিন কর্মদিবস

শেখ সামসুল আবেদীন

প্রশাসক

০২৪৭৭৭৮৭০৩০

মো:মিজানুর রহমান

প্রধান নির্বাহী কর্মকর্তা

০২৪৭৭৭৮৯৩৪৯

 

সকল ক্ষেত্রে সেবা প্রা্প্তিতে অভিযোগ, অনুরোধ, নিম্নস্বাক্ষরকারী বরাবরে করা যাবে ।